শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব সেরা গবেষকদের তালিকায় ১২ ইরানি অধ্যাপক

পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০ 

news-image

বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধ গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ইরানের ১২ জন অধ্যাপক। ক্লারিভেট (ডাব্লিউওএস) প্রকাশিত ‘হাইলি সিটেড রিসার্চার্স ২০২০’ এর সদ্য-উম্মেচিত তালিকায় এই চিত্র উঠে এসেছে।

মুসলিম বিশ্বের বিজ্ঞান সিটেশন ডাটাবেজ আইএসসি এর প্রধান মোহাম্মাদ জাভাদ দেহকানি জানান, ক্লারিভেট অ্যানালিটিকসে (আইএসআই) প্রতি বছর বিশ্বব্যাপী যেসব গবেষকদের নিবন্ধ সর্বাধিক উদ্ধৃত হয়েছে তাদেরকে পরিচয় করানো হয়। 

২০২০ সালের শীর্ষ গবেষক হিসেবে প্রায় ৬ হাজার ৩৮৯জন গবেষককে বাছাই করা হয়। ২০২০ সালে বিশ্বের সর্বাধিক প্রসিদ্ধ গবেষকদের এই তালিকায় ইরানের ১২ গবেষক স্থান পেয়েছেন বলে জানান দেহকানি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।