সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব শুটিং প্যারা স্পোর্টস কাপে ইরানের জাভানমারদির রুপা জয়

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২১ 

news-image

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে অনুষ্ঠিত বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট কাপে রৌপ্যপদক জিতেছেন ইরানি শুটার সারেহ জাভানমারদি। তিনি ইভেন্টটির ষষ্ঠতম দিনে এই পদক লাভ করেন।

জাভানমারদি পি৪ নারীদের ৫০ মিটার পিস্তলে ২২৩ দশমিক ৪ স্কোর করে রুপার মেডেল ঘরে তোলেন। এই বিভাগে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতে নেন ভারতীয় অ্যাথলেটরা।

এছাড়া ৫০ মিটার পিস্তলের মিশ্র বিভাগে জাভানমারদি ও মোহাম্মাদ রেজা মিরশাফিয়ের সমন্বিত ইরানি দল ১৬১০ স্কোর করে প্রথম স্থান লাভ করে। এই বিভাগে ভারত ও তুরস্কের টিম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

বিশ্ব শুটিং প্যারা স্পোর্টস কাপে ২৪টি দেশের মোট ১২০ জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। টুর্নমান্টে চলবে ২৪ মার্চ পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।