বিশ্ব তায়কোয়ান্দো মহিলা ওপেন চ্যাম্পিয়নশিপে ইরানের তিন পদক
পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২১

ইরানের নারী তায়কোয়ান্দো অনুশীলনকারীরা বিশ্ব তায়কোয়ান্দো মহিলা ওপেন চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছে। শনিবার তারা তিনটি মেডেল নিয়ে এবারের চ্যাম্পিয়নশিপ শেষ করে।
বিশ্ব তায়কোয়ান্দো মহিলা ওপেন চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ৫৭ কেজি ওজন-শ্রেণির ফাইনালে ইরানের জাহরা শেইদায়েই রাশিয়ার মারগারিতা ব্লিজনিয়াকোভকে হারিয়ে দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনেন। ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতেছেন ইরানের মেলিকা মিরহোসেইনি ও কাওছার আসাসে। অন্যান্য ইরানি যোদ্ধা সাঈদেহ নাসরি, গজল সোলতানি, নাহিদ কিয়ানি, নার্গেস মিরনোরোলাহি এবং জেইনাব ইসমাইলি আরও আগেই বিদায় নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।