মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের শিরোপা জয়

পোস্ট হয়েছে: মে ১৫, ২০২৫ 

news-image

সপ্তম বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ইরানের দল চ্যাম্পিয়ন হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে পার্সটুডে জানিয়েছ, ২০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে শুরু হওয়া সপ্তম বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বিশ্বের বিভিন্ন দেশের ৮১১ জন ক্রীড়াবিদ অংশ নেন। পাঁচ দিনের প্রতিযোগিতায় ইরানের ছেলেদের দল দু’টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।

কাজাখস্তান সমানসংখ্যক পদক নিয়ে রানার-আপ হয় এবং উজবেকিস্তান দুইটি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

মেয়েদের বিভাগে, ইরানের দল দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে দক্ষিণ কোরিয়া, মরক্কো, তাইপে, তুরস্ক ও ইউক্রেনের পরে পঞ্চম স্থানে রয়েছে। পার্সটুডে/