মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেতে প্রস্তুত হচ্ছে তাক-ই বোস্তান

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২২ 

news-image

ইরানের কেরমানশাহ প্রদেশের ঐতিহ্যবাহী তাক-ই বোস্তানকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করতে ইউনেসকোর কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে প্রাদেশিক পর্যটন অধিদপ্তর।কেরমানশাহ প্রদেশের পর্যটন প্রধান জব্বার গোহরি রবিবার এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমরা আগামী ১৮ মাসের মধ্যে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় তাক-ই বোস্তানের অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ করছি।মোরাদ-হাসেল টেপে, প্রাচীন একটি গ্রাম, পার্থিয়ান একটি কবরস্থান এবং সাসানি শিকার স্থলের মতো প্রাগৈতিহাসিক থেকে ঐতিহাসিক সময়কাল পর্যন্ত গড়ে ওঠা বেশ কয়েকটি সম্পত্তি নিয়ে তাক-ই বোস্তান গঠিত। সূত্র: তেহরান টাইমস।