বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছেন ইরানি দুই গ্রেকো-রোমান তারকা
পোস্ট হয়েছে: জুন ১, ২০২২

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দুই ইরানি গ্রেকো-রোমান কুস্তিগীর।
গত তিন মাসে অনুষ্ঠিত চারটি মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের পর ইউডব্লিউডব্লিউ নতুন গ্রেকো-রোমান র্যাঙ্কিং প্রকাশ করে। একই বছরে একটি অলিম্পিক এবং বিশ্ব শিরোপা জয় করে ৬৭ কেজিতে শীর্ষস্থান দখল করেন মোহাম্মদরেজা গেরাই (আইআরআই)। তিনি ৯৮ হাজার পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান বজায় রেখেছেন। এরপর থেকে যদিও তিনি নতুন কোনো প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু গাণিতিকভাবে তাকে শীর্ষ স্থান থেকে সরানো সম্ভব নয় বলে সূত্রের খবরে জানানো হয়। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদহাদি সারাভি (আইআরআই) ৭৯ হাজার ২শ পয়েন্ট নিয়ে তার শীর্ষস্থান বজায় রেখেছেন। রৌপ্যপদক বিজয়ী অ্যালেক্স সজোক (এইচইউএন) ৬০ হাজার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন মুসা ইভলো ৫১ হাজার পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। সূত্র: মেহর নিউজ।