রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বে মহাকাশ-সম্পর্কিত ইভেন্টে মূল খেলোয়াড় হয়ে উঠেছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৫, ২০২৫ 

news-image

ইরানের অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউটের জনসংযোগ বিষয়ক ব্যবস্থাপক বলেছেন, ইরান মহাকাশ বিজ্ঞানকে প্রতিনিয়ত অনুসরণ করে চলেছে।

ইরানে বিশ্ব মহাকাশ সপ্তাহের সম্পাদক মুর্তজা নিকখো উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই ইভেন্টটি ১৯৯৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এখন এটি মহাকাশের জন্য নিবেদিত বৃহত্তম আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, এর প্রধান প্রধান লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানের সুবিধা সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা, টেকসই উন্নয়নকে উৎসাহিত করা, মহাকাশ কর্মসূচির জন্য জনসমর্থন তৈরি করা এবং পরবর্তী প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান অনুসরণ করতে উৎসাহিত করা। এই সপ্তাহটি এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণের ওপরও জোর দেয়।

এই বছরের থিম ‘মহাকাশ এবং টেকসইতা’। এতে মহাকাশকে একটি বাসযোগ্য পরিবেশ করার জন্য মানবতার প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে।

নিকখো বলেন, এই থিমটি উদ্ভাবনী প্রযুক্তি, প্রধান চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্বের ভূমিকাকে তুলে ধরে।

গত বছর ৯০টি দেশে ১,৫৬৭টিরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরান, ২৮৪টি নিবন্ধিত ইভেন্ট সহ, শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান করে নেয় এবং এমনকি কিছু বিভাগে তৃতীয় স্থানও অর্জন করে দেশটি।

নিকখো বলেন, ইসফাহান, ইয়াজদ, ফার্স, রাজভি খোরাসান এবং পূর্ব আজারবাইজান সহ বেশ কয়েকটি প্রদেশ এতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, পূর্ব আজারবাইজান ইতিমধ্যেই শিশুদের জন্য আউটরিচ সেশন সহ তাদের এই বছরের কর্মসূচি শুরু করেছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের মহাকাশ সংস্থা, স্পেস রিসার্চ সেন্টার স্পেস এবং অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট মহাকাশ বিজ্ঞানকে উৎসাহিত করার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়, স্কুল, বৈজ্ঞানিক সমিতি, বেসরকারি সংস্থা এবং জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সূত্র: মেহর নিউজ