সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বের সর্বাধিক আলোচিত জার্নালের মধ্যে ৫ ইরানি ন্যানোটেক জার্নাল

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০২৫ 

news-image

জার্নাল সাইটেশন রিপোর্ট (জেসিআর) ইমপ্যাক্ট ফ্যাক্টর ২০২৪-এ ১৬১টি ইরানি জার্নালকে উদ্ধৃত করা হয়েছে। ন্যানোটেকনোলজি খাতে বিশ্বের সর্বাধিক আলোচিত জার্নালগুলির মধ্যে ইরানের পাঁচটি জার্নাল স্থান পেয়েছে।

ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জার্নাল অফ ন্যানোস্ট্রাকচার ইন কেমিস্ট্রি (জেএনএসসি) ৭ দশমিক ৯ এর ইমপ্যাক্ট ফ্যাক্টর সহ ক্ল্যারিভেট অ্যানালিটিক্স প্রকাশিত জেসিআরের শীর্ষ ২৫ শতাংশ জার্নালের মধ্যে স্থান পেয়েছে। ইরানি জার্নালটি ন্যানোসায়েন্স এবং ন্যানোটেকনোলজি সহ তিনটি বিভাগে ১৪৭টি শীর্ষ জার্নালের মধ্যে ৩৪তম স্থান পেয়েছে; রসায়ন, বহুবিষয়ক ২৩৯টি জার্নালের মধ্যে ৪১তম স্থান পেয়েছে এবং উপাদান বিজ্ঞান, বহুবিষয়ক ৪৬০টি শীর্ষ জার্নালের মধ্যে ৮৮তম স্থান পেয়েছে।

কেরমানশাহ ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জার্নাল অফ ইন্টারন্যাশনাল ন্যানো লেটারস, মাশহাদ মেডিকেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ন্যানো-মেডিসিন জার্নাল, কাশান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জার্নাল অফ ন্যানোস্ট্রাকচারস এবং টোনেকাবন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ন্যানো ডাইমেনশন যথাক্রমে ৪, ১ দশমিক ৭, ১ দশমিক ৩ এবং ১ দশমিক ১ ইমপ্যাক্ট ফ্যাক্টর পেয়েছে। খবর ইরনার।

এখন পর্যন্ত ইরানের ১২টি বিশেষায়িত ন্যানোটেকনোলজি জার্নালের মধ্যে দশটি আন্তর্জাতিক স্কোপাস ডাটাবেসে সূচিভুক্ত হয়েছে, যার মধ্যে পাঁচটি ইমপ্যাক্ট ফ্যাক্টর পেয়েছে।
জেসিআর ২০২৪-এ ১১৩টি দেশের ২৫৪টি গবেষণা বিভাগে ২১ হাজারের বেশি জার্নালের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস