শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বকাপ সফরের আগে রাইসির সঙ্গে সাক্ষাতে ইরানি ফুটবল দল

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ 

news-image

২০২২ কাতার বিশ্বকাপের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে ইরানের জাতীয় ফুটবল দল এবং কোচদের সাথে সাক্ষাৎ করলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার প্রেসিডেন্ট কার্যালয়ে জাতীয় দলের ফুটবলার এবং কোচদের সাথে তিনি দেখা করেন।খেলোয়াড়, কারিগরি স্টাফ এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এবং ইরানি ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জাতীয় দলের ক্যাম্পে শেষ প্রশিক্ষণ পর্বের পরে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সাথে দেখা করেন।ইরানের জাতীয় ফুটবল দলের সদস্যরা কাতারে প্রশিক্ষণ অব্যাহত রাখতে এবং প্রতিবেশী দেশে ২০২২ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিতে আজ দোহার উদ্দেশে রওয়ানা হবেন। ইরানি স্বেচ্ছাসেবক দলজাতীয় দলে যোগ দিতে সরাসরি দোহা যাবে। সূত্র: মেহর নিউজ।