মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বকাপে জয়; জাতীয় দলকে প্রেসিডেন্ট ও স্পিকারের শুভেচ্ছা

পোস্ট হয়েছে: জুন ১৮, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সংসদ স্পিকার ড. আলী লারিজানি আলাদা বার্তায় জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রুহানি বলেছেন, এই বিজয় গোটা জাতিকে আনন্দিত করেছে। এ জন্য ফুটবল দলকে ধন্যবাদ।

সংসদ স্পিকার আলী লারিজানি এই বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইরানি ফুটবল দল বিশ্ববাসীর সামনে নিজেদের আত্মমর্যাদা ও সাহসিকতা তুলে ধরেছে। সবাই তাদের গৌরবান্বিত লড়াই প্রত্যক্ষ করেছে।

চলমান রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় আফ্রিকার শক্তিশালী দল মরক্কোকে ১-০ গোলে হারিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বি গ্রুপের অপর দুই দেশ স্পেন ও পর্তুগাল ড্র করায় ইরান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। স্পেন অথবা পর্তুগালের মধ্যে একটি দলকে হারিয়ে দিতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে পারবে। আগামী ২০ জুন স্পেনের বিপক্ষে এবং ২৫ জুন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে খেলবে ইরান।-সূত্র: পার্সটুডে