বিপ্লবী নেতার পোস্টটি ১০ মিলিয়ন বার দেখা হয়েছে।
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬
বিপ্লবী নেতার অফিসিয়াল অ্যাকাউন্টের একটি পোস্ট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে এবং এর ভিউ সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে।”
ফার্স নিউজ এজেন্সির বিজ্ঞান ও অগ্রগতি গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী নেতার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সেই পোস্টটি, যা “We will not give in to the enemy” (আমরা শত্রুর কাছে আত্মসমর্পণ করব না) বাক্যটি দিয়ে প্রকাশ করা হয়েছিল, এখন পর্যন্ত ১ কোটির বেশি বার দেখা হয়েছে।
এছাড়া আরেকটি বার্তা, যেখানে বলা হয়েছে “We will bring the enemy to its knees” (আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব), সেটিও ১ কোটির বেশি বার দেখা হয়েছে।
এই বার্তাগুলো খুব অল্প সময়ের মধ্যেই বিপ্লবী নেতার অ্যাকাউন্টের সবচেয়ে বেশি দেখা পোস্টগুলোর মধ্যে পরিণত হয়েছে। এগুলো ছিল মর্যাদাপূর্ণ শহীদদের পরিবারদের সঙ্গে সাক্ষাৎকালে আয়াতুল্লাহ খামেনেয়ীর বক্তব্যের অংশ, যা হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এবং শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজী কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকীর সঙ্গে সমসাময়িকভাবে দেওয়া হয়।
এই বক্তব্যে বিপ্লবী নেতা ইরানি জাতির ওপর চাপ ও হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ওপর জোর দিয়ে বলেন:
কিছু মানুষ বিভিন্ন শিরোনাম ও নামে ধ্বংসের উদ্দেশ্যে, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, বিশ্বাসী, সুস্থ ও বিপ্লবী ব্যবসায়ীদের আন্দোলনের পেছনে দাঁড়িয়ে তাদের প্রতিবাদকে অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়—এটি মোটেও গ্রহণযোগ্য নয়; একেবারেই নয়। শত্রুর কাজকর্মকে চিনতে হবে; শত্রু কখনো চুপ করে বসে থাকে না, সে প্রতিটি সুযোগ কাজে লাগায়। এখানে তারা একটি সুযোগ দেখেছে এবং সেটি ব্যবহার করতে চেয়েছে। অবশ্যই আমাদের দায়িত্বশীলরা মাঠে ছিলেন এবং থাকবেন।
গুরুত্বপূর্ণ হলো পুরো জাতি; গুরুত্বপূর্ণ হলো সেই গুণগুলো, যেগুলো সোলাইমানিকে সোলাইমানি বানিয়েছিল—ঈমান, নিষ্ঠা ও কর্ম। শত্রুর নরম যুদ্ধের বিরুদ্ধে উদাসীন না থাকা গুরুত্বপূর্ণ; শত্রুর গুজব ছড়ানোর বিরুদ্ধে উদাসীন না থাকা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হলো, যখন মানুষ অনুভব করে যে শত্রু দাবি করার ভঙ্গিতে দেশ, দায়িত্বশীলরা, সরকার বা জাতির ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তখন পূর্ণ শক্তি নিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়ানো এবং বুক চিতিয়ে প্রতিরোধ করা।
আমরা শত্রুর কাছে মাথা নত করব না; আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে, জনগণের সমর্থনের ওপর আস্থা রেখে—ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে—শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব।
ফার্স নিউজ
