শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিজ্ঞানে সফলতা ইরানের ক্ষমতাকে আরো বাড়াবে: অভিনন্দন বার্তায় রুহানি

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৭ 

news-image

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপগ্রহ বহনে সক্ষম রকেট ‘সিমোরগ’ উৎক্ষেপণকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বৃহস্পতিবার ইমাম খোমেনী মহাকাশ কেন্দ্র বা আইকেএসসি হতে সিমোরগ উৎক্ষেপণ করা হয়। ২৫০ কিলোগ্রাম ওজনের উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল ঊর্ধ্বাকাশের কক্ষপথে বয়ে নিয়ে যেতে পারবে এ রকেট।- পার্সটুডের খবর।

ইনস্টাগ্রামে দেয়া বার্তায় প্রেসিডেন্ট রুহানি বলেন, বিজ্ঞানের ক্ষেত্রে এমন সফলতা ইরানের ক্ষমতা এবং সম্মানকে আরো বাড়িয়ে তুলবে। মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি বর্তমানে ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে বার্তায় উল্লেখ করেন তিনি। ড. রুহানি বলেন, এসব ক্ষেত্রসহ বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে ইরান যতই এগিয়ে যাবে ততই শক্তিশালী এবং গৌরবান্বিত হয়ে উঠবে ইসলামি প্রজাতন্ত্র।

এর আগে ইমাম খোমেনী মহাকাশ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সেমনান প্রদেশে যান তিনি। ‘সিমোরগ’ উৎক্ষেপণের মধ্যদিয়ে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।