বিজয়ের গুরুত্বপূর্ণ শর্ত হলো শত্রুকে ভয় না পাওয়া: আয়াতুল্লাহ খামেনেয়ী
পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০২৫
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন: শত্রুর বিরুদ্ধে জয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো তাকে ভয় না পাওয়া।
পার্সটুডে আরও জানায়, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি পূর্ব আজারবাইজানের জনগণের সাথে এক বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: ‘শত্রুর দিকে লক্ষ্য রেখো’ মানে হলো শত্রু আছে তা জানা; শত্রু সম্পর্কে অজ্ঞ না থাকা; শত্রুর কৌশল, ছলনা এবং হাতিয়ার আছে তা জানা; শত্রু দুর্বল এবং শক্তিহীন বলে ধরে না নেওয়া।
ইমাম খামেনেয়ী জোর দিয়ে বলেন: আসুন আমরা শত্রুকে ভয় না পাই; বিজয়ের গুরুত্বপূর্ণ শর্ত হলো শত্রুকে জানা, তার ক্ষমতা সম্পর্কে জানা, কিন্তু ভয় না পাওয়া; যদি তুমি ভয় পাও, তাহলে তুমি হেরে গেছো। শত্রুর হুমকিতে ভীত হওয়া যাবে না, শত্রুর দাঙ্গায় ভয় পাওয়া উচিত নয়, শত্রুর চাপে ভয় পাওয়া উচিত নয়, এগুলো থেকে ভয় পাওয়া উচিত নয়। আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে যে শত্রু কী কারণে এত ভয় পায় এবং চাপ সৃষ্টি করে; এটাই আমাদের শক্তির বিষয়। যদি আমরা দুর্বল হতাম, যদি আমাদের শক্তি না থাকত, তাহলে শত্রু এত ভয় পেত না, এভাবে চাপ প্রয়োগ করত না, এত স্বার্থপর হত না, এ ধরণের কৌশল ব্যবহার করত না।
ইসলামী বিপ্লবের নেতা বলেন: ‘শত্রুর দিকে লক্ষ্য রাখা’ মানে হলো আমাদের ইসলামী বিপ্লবের অগ্রগতির দিকে মনোযোগ দেওয়া। কেননা আমাদের জানা উচিত যে এগুলোই শত্রুকে রাগান্বিত করে। অতএব, আমাদের শত্রুকে ভয় পাওয়া উচিত নয় এবং শত্রুর সামনে আমাদের নিষ্ক্রিয় থাকা উচিত নয়।
আজ, অনেক শক্তি ইরানি জাতিকে ভয় পায়
১৪০২ হিজরির ১৯ জানুয়ারী কোমের জনগণের সাথে এক বৈঠকে ইমাম খামেনেয়ী বিপ্লবের শত্রুদের, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল, দৃশ্যপট থেকে মানুষকে সরিয়ে দেওয়া, প্রতিযোগিতা ও যুদ্ধের ময়দান থেকে মানুষকে টেনে বের করে আনাকে বিপ্লবের শত্রুদের নীতি বলে মনে করেন। তিনি বলেন: যদি আমরা অমুক শক্তিকে ভয় পেতাম, তাহলে এখন কোনো ইসলামী প্রজাতন্ত্র থাকত না। এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তারকারী এবং খোদায়ি শক্তির দাবিদার অনেক শক্তি এখন ইরানি জাতিকে ভয় পায়।
আমেরিকা ইরানের অগ্রগতিতে ক্ষুব্ধ
এদিকে, ১৭ মে ২০২৩ তারিখে হজ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা শত্রুদের চিহ্নিতকরণকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন: আমরা এখন বৈশ্বিক, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে ভালো অগ্রগতি করছি; আমেরিকা যে কারণে আমাদের ওপর এত ক্ষুব্ধ তা হলো আমাদের অগ্রগতি।#
পার্সটুডে