সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বাছাইপর্বে বাহরাইনকে হারিয়ে আরও এগিয়ে গেল ইরান

পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১ 

news-image

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাহরাইনকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরানের জাতীয় ফুটবল দল। সর্বশেষ ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে দলটি।

রিফফায় বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ইরানের সরদার আজমুন প্রথম গোল করেন। ১ ঘণ্টার মধ্যেই আজমুন তারেমির পাস করা বল গোল পোস্টে ঢুকিয়ে দ্বিতীয় গোলটি করেন।

অন্যদিকে, ৭৯ মিনিটের মধ্যে তৃতীয় গোলটি করেন তারেমি। ইরান মোট ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ইরাক। বাহরাইন রয়েছে তৃতীয় স্থানে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।