মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

বাংলাদেশের উৎসবে অংশ নিবে ইরানের দুই নাটক

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২ 

news-image
বাংলাদেশে আন্তর্জাতিক মাইম উৎসবে অংশ নিতে ইরানের দুটি নাটককে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওফোগ ইরজি পরিচালিত ইরানি নাটক ‘ফ্লাইট’ এবং শায়ান সালামি পরিচালিত ‘হেলহেলেহ’ আন্তর্জাতিক এই উৎসবে অংশ নেবে।আন্তর্জাতিক মাইম উৎসবের এবারের চতুর্থ আসর ২১ থেকে ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।