মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বর্ষসেরা অ্যাথলেট ইরানের রেজা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০১৮ 

news-image

ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড গেমস অ্যাসোসিয়েশনের (আইডাব্লিউজিএ) ২০১৭ সালের বর্ষ সেরা অ্যাথলেটের খেতাব পেয়েছেন ইরানের দ্রুততম পর্বত আরোহী অ্যাথলেট রেজা আলিপুর। ইউক্রেনের প্রতিপক্ষকে পরাজিত করে অ্যাথলেট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি।

কিংবদন্তি অ্যাথলেট আলিপুরকে ‘পারসিয়ান চিতা’ নামে ডাকা হয়। তিনি ৯০ হাজার ৭৯০ ভোট পেয়ে বর্ষ সেরা অ্যাথলেট নির্বাচিত হন। অন্যদিকে, ইউক্রেনের পাওয়ার লিফ্টার লারিসা সোলোভিভা ৯০ হাজার ৩৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন।

কলাম্বিয়ার দ্রুততম স্কেটার ফ্যাবরিয়ানা আরিয়াস ৪৮ হাজার ১৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থান অর্জন করেছেন।

রেজা আলিপুর ২০১৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুততম পর্বত আরোহণে শিরোপা জয় করেন। এছাড়া এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

বিশ্ব এই ক্রীড়া প্রতিযোগিতায় ইরানের পক্ষে প্রথম সোনার পদক জয় লাভ করেন তিনি। ‘অ্যাথলেটন অব দ্য ইয়ার’ ভোটের জন্য সর্বমোট ২১ জন অ্যাথলেটকে মনোনয়ন দেওয়া হয়। যারা গত গ্রীষ্মকালীন ওয়ার্ল্ড গেমে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সূত্র: তেহরান টাইমস।