শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বর্তমান পরিস্থিতিতে, নিরাপত্তা পরিষদে সম্মানজনক আলোচনার সুযোগ নেই: আরাকচি

পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা করছি না।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সোমবার বলেছেন যে শত্রুরা বর্তমানে আমাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে: আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা করছি না এবং বর্তমান পরিস্থিতিতে, সম্মানজনক আলোচনার কোন সম্ভাবনা নেই। অবশ্য, যদি এমন সুযোগ আসে যে যুক্তরাষ্ট্র আলোচনাকে স্বীকৃতি দেয় ও সম্মান করে, তবেই তা অনুষ্ঠিত হবে, কিন্তু কূটনীতির সংজ্ঞা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন এবং অকেজো।

গ্রিনল্যান্ডের সীমানা জোর করে পরিবর্তন করা উচিত নয়: জার্মানি

জার্মান সরকারের উপ-মুখপাত্র সেবাস্তিয়ান হিলে বলেছেন: এটা বেশ স্পষ্ট যে গ্রিনল্যান্ড প্রশাসনিকভাবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্কের অন্তর্গত। বলপ্রয়োগ করে সীমানা পরিবর্তন করা উচিত নয়। বলপ্রয়োগ করে অঞ্চল দখল করা উচিত নয়। আমরা জাতিসংঘ সনদে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন মেনে চলি।

নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার জয়

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক এবং মার্কিন সরকারের সামরিক আক্রমণের ব্যাপক সমালোচনা সম্পর্কে বলেছেন: “কারাকাস একটি স্পষ্ট এবং বৈধ বিজয় অর্জন করেছে।” তিনি আরও বলেন: “আন্তর্জাতিক সম্প্রদায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ৩ জানুয়ারী আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি কাজ এবং জাতিসংঘ সনদ, মানবাধিকার ও মানবাধিকারের লঙ্ঘন এবং দেশের বর্তমান প্রেসিডেন্টের দায়মুক্তির লঙ্ঘন।” জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক আক্রমণের সমালোচনা করেছেন। তারা এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

রাশিয়ার প্যারালিম্পিক দলে সঙ্গীত এবং পতাকা ফিরিয়ে দেওয়া একটি দুর্দান্ত বিজয়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার দেশের প্যারালিম্পিক দলে সঙ্গীত এবং পতাকা ফিরিয়ে দেওয়াকে একটি দুর্দান্ত বিজয় বলে মনে করেছেন। পুতিন এক বার্তায় লিখেছেন: “এটা আনন্দের যে আজ আমাদের প্যারালিম্পিক ক্রীড়াবিদরা আবারও জাতীয় প্রতীক, পতাকা এবং সঙ্গীত নিয়ে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।” এর আগে, ১৪০২ সালের অক্টোবরে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাধারণ পরিষদ “সংবিধি অনুসারে সদস্যপদ বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতা” বলে অভিহিত করে রাশিয়ান প্যারালিম্পিক দলের সদস্যপদ দুই বছরের জন্য স্থগিত করে। ইতিমধ্যে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ান ক্রীড়াবিদদের পৃথকভাবে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। ৮৬ জন রাশিয়ান ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং ৬৪টি পদক জিতেছিলেন।

কারবালায় একাদশ আরবাইন বিশ্ব পুরস্কারের সমাপনী অনুষ্ঠান

বিশ্বজুড়ে সাতচল্লিশটি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মুয়াল্লার কারবালায় একাদশ আরবাইন বিশ্ব পুরস্কারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে, সাতটি বিভাগে আলোকচিত্র, চলচ্চিত্র, বই, আরবাইনের গান, গল্প, সাইবারস্পেস এবং আরবাইনের কবিতা প্রভৃতি সব মিলে মোট ৩৫,০০০ টি কর্ম উৎসব সচিবালয়ে জমা দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। #

পার্সটুডে