শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বন্ধ্যাত্ব চিকিৎসার উন্নয়নে সাহায্য করছে ইরানি ওষুধ

পোস্ট হয়েছে: মে ২২, ২০২৫ 

news-image

ইরানে বন্ধ্যাত্ব চিকিৎসা উন্নত করতে দেশজুড়ে ৩২টিরও বেশি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ইরানি ওষুধ থেকে উপকৃত হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানি ওষুধ দপ্তরের পরিচালক নাফিসে হোসেইনি-ইকতা একথা বলেছেন।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইউরোলজিস্ট, জেনেটিক বিশেষজ্ঞ এবং ইরানি ওষুধ বিশেষজ্ঞরা এই কেন্দ্রগুলিতে বন্ধ্যাত্বের সমস্যাগুলি পরীক্ষা এবং চিকিৎসা করছেন।

হোসেইনি-ইকতার বরাত দিয়ে বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, এই আন্তঃবিষয়ক সহযোগিতা চিকিৎসা পরিষেবার মানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। জাতীয় জনসংখ্যা সপ্তাহ (১৪ থেকে ২০ মে) উপলক্ষ্যে এই কর্মকর্তা এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইরানি ওষুধের নীতিগুলি মেনে চলা আইভিএফের মতো সহায়ক প্রজনন পদ্ধতির সাফল্যের হার ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে এবং গর্ভাবস্থার জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। ।

ইকতার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বৈজ্ঞানিক, নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে বন্ধ্যাত্বের চিকিৎসা এবং অন্যান্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পারস্যের চিকিৎসা সক্ষমতা একীভূত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। সূত্র: তেহরান টাইমস