শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বন্দর আব্বাসে চালু হচ্ছে প্রথম ক্রুজ শিপ রুট

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২২ 

news-image
ইরানে প্রথমবারের মতো দক্ষিণ হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে একটি ক্রুজ জাহাজ রুট উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। গেল রোববার দেশটির পর্যটন মন্ত্রী এজ্জাতোল্লা জারঘামি একথা বলেছেন।
তিনি বলেন, ভর্তুকিযুক্ত জ্বালানি বরাদ্দ সামুদ্রিক পর্যটন বিনিয়োগ এবং উন্নয়নকে উৎসাহিত করার একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। যা মন্ত্রণালয়ের অন্যতম মিশন।
মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে যাত্রী ও পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য আরও জাহাজ, ডক, টার্মিনাল এবং প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে।ইরানের পর্যটন শিল্প, বিশেষ করে সামুদ্রিক পর্যটনের সাথে সম্পর্কিত বিশ্বকাপের সময় কাতারে এই জাহাজটি ডক করার বিষয়ে দোহার অনুমোদন প্রত্যাশা করছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।