বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বছরে ২০ বিলিয়ন ডলার আয় আনতে সক্ষম ইরানের খনি খাত

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২০ 

news-image

ইরানের খনি খাত থেকে বছরে ২০ বিরিয়ন মার্কিন ডলারের রাজস্ব আহরণের সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত শিল্প, খনি ও বণিজ্যমন্ত্রী জাফর সারকেইনি।

তিনি জানান, গত ইরানি বছর (২০ মার্চ ২০১৮ থেকে ১৯ মার্চ ২০১৯) তেলবহির্ভূত রপ্তানি থেকে তার দেশের আয় হয়েছে মোট ৪১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই আয়ের প্রায় দশ বিলিয়ন ডলার এসেছে খনি খাত থেকে। যা দ্বিগুন হতে পারে বলে জানান তিনি।

ইরানে দেশব্যাপী বড় বড় ২শ শিল্প, খনি ও বাণিজ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যার মূল অংশই মিনারেল ও খনি প্রকল্প নিয়ে গঠিত। ইরানি বছর ১৪০০ সালে (২০ মার্চ ২০২১ থেকে ১৯ মার্চ ২০২২) এসব প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন মতে, উল্লিখিত প্রকল্পগুলোতে ৪০ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এসব প্রকল্পে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সূত্র: তেহরান টাইমস।