মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফ্রিস্টাইলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইরানের আমুজদ

পোস্ট হয়েছে: মে ৯, ২০২৩ 

news-image

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইরানের ফ্রি-স্টাইল কুস্তিগির রহমান আমুজদ। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডাব্লিউডাব্লিউ) এই ঘোষণা দিয়েছে। ইউডব্লিউডব্লিউ-এর তথ্যমতে, ৬৫ কেজি ওজন বিভাগে রহমান আমুজদ ওজনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন এবং কামরান ঘাসেমপুর ৯২ কেজি ওজন বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ইরানের রেজা আত্রি, হাসান ইয়াজদানি এবং আমির হোসেন জারে যথাক্রমে ৬১ কেজি, ৮৬ কেজি এবং ১২৫ কেজি ওজন বিভাগে তৃতীয় স্থানে রয়েছেন।

এছাড়াও, ইউনেস ইমামি এবং মোহাম্মদ নোখোদি ৭৪ কেজি এবং ৭৯ কেজি ওজন বিভাগে চতুর্থ স্থানে রয়েছেন। সূত্র: মেহর নিউজ।