মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফের বিশ্ব চ্যাম্পিয়ন ইরানের জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড দল

পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২৫ 

news-image

ইরান টানা দ্বিতীয় বছরের জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা  অলিম্পিয়াডে (আইওএএ) প্রথম স্থান অর্জন করেছে, যেখানে ৬৪টি দেশের অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

ইরানি দল এবারের ১৭তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা  অলিম্পিয়াডে (আইওএএ) একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। পাঁচটি স্বর্ণপদক জিতে প্রথম স্থান অধিকার করেছে দলটি।

প্রতিযোগিতার এবারের আসরে ইরানি দলে ছিলেন হোসেইন সোলতানি, হিরবোদ ফোয়াদাজি, হোসেইন মাসুমি, আরশিয়া মিরশামসি কাখকি এবং আলী নাদেরি লর্ডজানি। ইরানের জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড দল পাঁচটি স্বর্ণপদক জিতে ভারতে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন।

আইওএএ হচ্ছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বার্ষিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা  প্রতিযোগিতা। এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলির মধ্যে একটি। এই বছরের সংস্করণটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়।  সূত্র: মেহর নিউজ