মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফিলিস্তিনের সাথে সংহতি প্রদর্শনে ইরানের ৩ সহস্রাধিক জাহাজের কুচকাওয়াজ

পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০২৩ 

news-image

ইরানের ইসলামি বিপ্লব বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ফিলিস্তিনিদের সাথে সংহতি জানাতে তিন সহস্রাধিক জাহাজ কুচকাওয়াজের অংশ নেবে।

নৌবাহিনীর কমান্ডার বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতিরক্ষা এবং তাদের ইন্তিফাদার সমর্থনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

ইহুদিবাদী শাসকের নৃশংসতার নিন্দা করাও ইভেন্টের প্রতীকী লক্ষ্য বলে জানান তিনি। ইরানে ১৩ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে তিনটায় এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন করার জন্য একটি সংগঠিত প্রতীকী অঙ্গভঙ্গিতে বিশ্বের অন্যান্য অংশে অনুষ্ঠিত হওয়া অন্যান্য কুচকাওয়াজগুলির সাথে সামঞ্জস্য রেখে এটি মঞ্চস্থ হবে। সূত্র: মেহর নিউজ।