বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফজর সঙ্গীত উৎসবের বিজয়ীদের সম্মাননা

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২১ 

news-image

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হলো ৩৬তম ফজর সঙ্গীত উৎসব। সোমবার সীমিত সংখ্যক ব্যক্তির অংশগ্রহণে তেহরানের ভাহদাত হলে উৎসবের বিভিন্ন বিভাগের বিজয়ীদের এই সম্মাননা জানানো হয়।

ক্লাসিক্যাল মিউজিক কম্পোজিশন বিভাগে বারবাদ অ্যাওয়ার্ড দেয়া হয় কাভেহ মির হোসেইনিকে। ‘ইহস্রাক’ অ্যালবামের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

রিজিওনাল মিউজিক পারফরমেন্স বিভাগে বারবাদ অ্যাওয়ার্ড লাভ করেন হামজেহ মোকাদ্দাম। ‘ব্লাক হামজেহ’ অ্যালবামের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। এই বিভাগে গায়ক আবুল হাসান খোসরুকে মরণোত্তর বারবাদ অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও উৎসবের বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সূত্র: তেহরান টাইমস।