শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফজর থিয়েটার উৎসবে সোলাইমানিকে নিয়ে ১০ নাটক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১ 

news-image

তেহরানে চলমান ৩৯তম ফজর থিয়েটার উৎসবে লে. জেনারেল কাশেম সোলাইমানির ওপর দশের অধিক নাটক মঞ্চস্থ করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রী সৈয়দ আব্বাস সালেহি এই তথ্য জানান।

তেহরানের ভাহদাত হলে শহীদ সোলাইমানিকে নিয়ে তৈরি পরিচালক হোসেইন পারসাইয়ের ‘দ্যা সোল্ডার’ দেখার পর তিনি এই তথ্য জানান।

আয়োজকরা জানিয়েছেন, ফজর থিয়েটার উৎসবের জাতীয় প্রতিদ্বন্দ্বিতা বিভাগের জন্য ২৮টি নাটক বাছাই করা হয়েছে। উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।