বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্রাণঘাতী রোগ এএলএসের ওষুধ উম্মোচন ইরানের

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০ 

news-image

প্রাণঘাতী অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) রোগের ওষুধ উম্মোচন করলো ইরান। রোববার সকালে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির উপস্থিতিতে ওষুধটি উম্মোচন করা হয়। এএলএস রোগ নিরাময়কারী ওষুধটির নাম দেয়া হয়েছে ‘এডারাভোন আলসাভা’।

এডারাভোন উম্মোচন করা হয়েছে ইঞ্জেকশন শিশি আকারে। ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স (আইইউএমএস) এর গ্রোথ সেন্টারে একটি জ্ঞানভিত্তিক কোম্পানি ইনজেকশনটি উম্মোচন করেছে।
 
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওষুধটি দুই মাস ধরে দেশীয় ভোক্তা বাজারে পাওয়া যাচ্ছে এবং প্রায় ৫০ জন রোগী এটি ব্যবহার করেছে। এডারাভোন ইনজেকশন শিশি একটি গাঢ় পণ্য যা এএলএস আক্রান্ত রোগীদের জন্য লেখা হয়।

এএসএল রোগের কারণে মেরুদণ্ডের ভ্রাম্যমাণ কোষগুলি ধ্বংস হয়ে যায় এবং এটি অবক্ষয়জনিত রোগ হিসেবে বিবেচিত হয়।

নিউরোলোজিস্টদের মতে, এএলএস রোগ একটি অবক্ষয়জনিত রোগ যার কোনো প্রতিষেধক নেই। সূত্র: মেহর নিউজ এজেন্সি।