বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পোল্যান্ডে আন্তর্জাতিক উৎসবে দেখানো হবে ‘উইনার’

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ 

news-image

আলি কিভান পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘উইনার’ পোল্যান্ডে ৭ম কিডস কিনো আান্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। মেহেদি মোকাদ্দাম প্রযোজিত এবং আলি কিভান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে।‘উইনার’ এর গল্পে দেখা যাবে, ভাহিদকে নতুন একটি সাইকেল কিনে দেয়া হয়েছে। তার বাবা তাকে রেসে অংশগ্রহণের জন্য এনে দিয়েছিলেন। কিন্তু সাইকেলটির সাথে তার বন্ধু আলিরেজার চুরি করা সাইকেলের অনেকটা মিল রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।