পেজেশকিয়ান: ইরান-ইরাক রেল সংযোগ অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৫

ইরানের প্রেসিডেন্ট ইরান ও ইরাকের রেল পরিবহন নেটওয়ার্কের সংযোগকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য একটি প্রধান অক্ষ বলে অভিহিত করেছেন এবং এই কৌশলগত প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
পার্সটুডে অনুসারে,ইরনার বরাত দিয়ে মঙ্গলবার তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজির সাথে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত সম্পর্কের কথা উল্লেখ করে ইরান ও ইরাকি রেল নেটওয়ার্কের সংযোগকে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ককেও প্রসারিত করবে।” ইসলামি বিশ্বে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, “যখন ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হবে তখন এই অঞ্চলের জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ষড়যন্ত্র সফল হবে না।” ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি আরও বলেছেন যে “ইরান ও ইরাকের নিরাপত্তা অবিচ্ছেদ্য,” দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির প্রতি ইরাকের আনুগত্যের উপর জোর দিয়ে এবং রেল সংযোগকে দুই দেশের মিলনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা বলে অভিহিত করেছেন।