বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

পূর্ব আজারবাইজানে গোলাপ আহরণ উৎসব

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২২ 

news-image

উত্তর-পশ্চিম ইরানের আনসারুদ গ্রামের স্থানীয়রা ঐতিহ্যবাহী ফসল কাটা উৎসবের আয়োজন করে। দামাস্ক গোলাপ ফুল আহরণের এই উৎসব উদযাপন হয় গেল সোমবার।

স্থানীয় একজন কর্মকর্তা জানানবার্ষিক উৎসবটিতে সারা দেশ থেকে শত শত পর্যটক একত্রিত হয়। কৃষি পর্যটনের এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বিশ্বাস মনে করেনকৃষি পর্যটন গ্রাহক পরিষেবার কর্মসংস্থান তৈরির পাশাপাশি উৎপাদন খাতে বিশেষ মনোযোগ দেয়। বলা হয়কৃষি পর্যটন পর্যটনের অন্যান্য শাখার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তব।

উল্লেখ্যকৃষি পর্যটন গ্রামীণ পর্যটন নামে বৃহত্তর শিল্পের একটি উপশাখা। সূত্র: তেহরান টাইমস।