মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাল ইরান ও ইরাক

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক পারস্য উপসাগরের মুখে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। চোরাচালানের বিরুদ্ধে লড়াই, জলদস্যুতা রোধ ও আঞ্চলিক সমুদ্র পথের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য নিয়ে দু দেশ সোমবার “মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)” নামের এ মহড়া চালায়।

মহড়ায় ইরান ও ইরাকের পক্ষে ৩২টি সমুদ্র যান অংশ নেয়। গত এক সপ্তাহের মধ্যে এটা ছিল দু দেশের মধ্যে দ্বিতীয় মহড়া। দু দেশের নৌসেনারা অত্যন্ত নিখুঁত হামলা এবং মারাত্মক প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান চালানোর বিষয়ে অনুশীলন করে। ইরান ও ইরাকের সীমান্তরক্ষী বাহিনী একই এলাকায় গত ১৫ ডিসেম্বর মহড়া চালায়। ওই মহড়ায় দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডাররা অংশ নেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইরানের নৌবাহিনী ভারত, পাকিস্তান ও ইতালিসহ বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে মহড়া চালিয়েছে। এছাড়া, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গত নভেম্বরে বলেছেন, চীনের সঙ্গে যৌথ নৌমহড়া চালাতে তার দেশের নৌসেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র: পার্সটুডে