পশ্চিম এশিয়ার চিকিৎসা পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে শিরাজ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৫
পার্সটুডে- ইরানের ফারস প্রদেশের শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় উজবেকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে শহরটিকে পশ্চিম এশিয়ার চিকিৎসা পর্যটনের কেন্দ্রে রূপান্তরিত করার জন্য দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে।
দক্ষিণ ইরানের ফারস প্রদেশের শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাঠামোর মধ্যে এবং এর বৈজ্ঞানিক ও চিকিৎসা সক্ষমতার ওপর নির্ভর করে শিরাজকে পশ্চিম এশিয়ার চিকিৎসা পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্রে রূপান্তরিত করার পথ ত্বরান্বিত করেছে। পার্সটুডে অনুসারে,আন্তর্জাতিক রোগীদের আকর্ষণ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতা বিকাশের লক্ষ্যে এই কৌশলগত পথটি তৈরি করা হয়েছে।
শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও সম্পদ উন্নয়নের উপ-পরিচালক আব্দুল খালিক কেশোভারজি ইরনার সঙ্গে একটি সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে উজবেকিস্তানের সাথে সমঝোতা স্মারক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বৈজ্ঞানিক ও চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টা সম্পন্ন হয়েছে তা উল্লেখ করে বলেছেন, এই বিশ্ববিদ্যালয় যৌথ অফিস স্থাপন এবং অধ্যাপকদের প্রেরণের সুবিধার্থে শিরাজে চিকিৎসার জন্য আরো রোগীদের আকর্ষণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। কেশোভারজি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং উজবেক কর্মকর্তাদের মধ্যে একটি ভালো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চিকিৎসা পর্যটন ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সাথে সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টা
কেশোভারজি আরো বলেন, শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় উজবেকিস্তান, তাজিকিস্তান, ওমান, কাতার এবং আঞ্চলিক দেশগুলোর সাথে চিকিৎসা পর্যটন ক্ষেত্রে আলোচনায় প্রবেশ করার চেষ্টা করছে এবং এই দেশগুলোর সাথে যৌথ অফিস স্থাপন করা হবে; এখন পর্যটন কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা রোগীদের দেখতে এই দেশগুলোতে যেতে পারবেন। শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও সম্পদ উন্নয়নের উপ-পরিচালক বলেন, অবশ্যই আমরা ইরানে রোগীদের চিকিৎসা করতে দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের ডাক্তাররা সেই দেশগুলোতে গিয়ে অস্ত্রোপচার বা থেরাপিউটিক পদ্ধতি সম্পাদন করবেন এমন নয়।
তাজিকিস্তানের সাথে সহযোগিতার সুযোগের কথা উল্লেখ করে কেশোভারজি বলেন, তাজিকিস্তান শিরাজের প্রতি খুবই আগ্রহী এবং আমাদের এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও সম্পদ উন্নয়নের উপ-পরিচালক বলেন, ইরাক সবচেয়ে বেশি চিকিৎসা পর্যটন রোগীর দেশগুলোর মধ্যে একটি এবং ইরাকি রোগীরা চিকিৎসার জন্য শিরাজে আসেন।#
পার্সটুডে