বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

পর্যটন সম্পর্ক বাড়াবে ইরান ও তাজিকিস্তান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২০ 

news-image

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি আসগার মুনেসান বলেছেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে ব্যাপক সাংস্কৃতিক মিল রয়েছে। এই মিলকে কাজে লাগিয়ে দুদেশের মধ্যে পর্যটন সম্পর্ক সম্প্রসারণ করা প্রয়োজন। এই খবর দিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

তাজিকিস্তানে ইসিও সামিটে ইরানে নিযুক্ত তাজিক রাষ্ট্রদূতের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানি মন্ত্রী বলেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে বিস্তৃত সাংস্কৃতিক বিনিময় রয়েছে। তিনি আরও বলেন, ইরান ও তাজিকিস্তানের জনগণ যাতে অধিক সুবিধাজনকভাবে দুদেশ সফর করতে পারে সেজন্য উভয় দেশের সরকারকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে হবে।

তাজিক রাষ্ট্রদূতকে মুনেসান বলেন, ‘‘আমরা বিশ্বাস করি পর্যটন খাত রাজনীতি থেকে ভিন্ন। পর্যটন অর্থনৈতিক কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি এটি উদারতা, বন্ধুত্ব, শান্তি ও নৈকট্য লাভের কৌশল। ’’ সূত্র: ইরান ডেইলি।