নিজস্ব প্রযুক্তিতে সাবা ২৪৭ হেলিকপ্টার তৈরি করল ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০১৭

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ইরান সাবা ২৪৭ নামে হেলিকপ্টার তৈরি করেছে যা সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যাবে। এর আগে ইরান পানহা ও তুফান নামে সামরিক হেলিকপ্টার তৈরি করে। এসব হেলিকপ্টারে ৮ থেকে ১৪ জন যাত্রী বহন করা যায়। দীর্ঘদিন ইরানের ওপর অবরোধের পরও নিজস্ব প্রযুক্তিতে ইরান হেলিকপ্টার উৎপাদনের মধ্যে দিয়ে সক্ষমতা অর্জন করছে।
মঙ্গলবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, দুই ইঞ্জিন বিশিষ্ট সাবা হেলিকপ্টার মাঝারি ওজনের। ৮ জন যাত্রী এতে চড়তে পারবে। উদ্ধারতৎপরতা, এ্যাম্বুলেন্স, ত্রাণতৎপরতাসহ বিভিন্ন কাজে সাবা কপ্টার ব্যবহার করা যাবে। একই সঙ্গে সাবা কপ্টারের কম্পন ও শব্দ সৃষ্টি করে অনেক কম।
মুসলিম দেশগুলোতে বিশেষ মূল্য বা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা মূল্যে সাবা হেলিকপ্টার বিক্রির পরিকল্পনার কথাও জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: প্রেসটিভি