নাহিদ-২ স্যাটেলাইট কক্ষপথে ‘অক্ষত’, প্রাথমিক তথ্য পাঠাচ্ছে
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২৫

ইরানি মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হোসেইন সালারিয়েহ সদ্য উৎক্ষেপিত নাহিদ-২ উপগ্রহ থেকে প্রাথমিক টেলিমেট্রি সংকেত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন যে সংকেতগুলো থেকে এটা স্পষ্ট যে কৃত্রিম এই উপগ্রহটি বর্তমানে অক্ষত রয়েছে এবং তার নির্ধারিত কক্ষপথে প্রত্যাশার আলোকেই কাজ করছে।
গতকাল (রোববার) ইরানের প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জনাব সালারিয়েহ বলেছেন, বর্তমান লক্ষ্য হল প্রতিটি সাবসিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য পদ্ধতিগতভাবে পরীক্ষা করা।
তিনি আরও বলেছেন, এই উপগ্রহটি একটি টেলিযোগাযোগ উপগ্রহ হিসেবে কাজ করে যা বিশ্বব্যাপী ব্রডব্যান্ড যোগাযোগ স্থাপনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত Ku-ব্যান্ড যোগাযোগ-পদ্ধতি ব্যবহার করে।
আইএসএ প্রধান আরও বলেছেন, সংস্থাটি এই উপগ্রহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা এবং ফলাফল মূল্যায়ন করেছে।
পুরোপুরি ইরানি বিজ্ঞানীদের তৈরি এই কৃত্রিম উপগ্রহ কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়েছে এবং ইরান আরও উন্নত প্রজন্মের কৃত্রিম উপগ্রহ নাহিদ-৩ তৈরির কাজ করছে বলে তিনি জানান।
যোগাযোগ ও গবেষণার ব্যাপক ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা নাহিদ-২ নিরাপদ ডেটা ট্রান্সমিশন, অনবোর্ড স্টোরেজ এবং স্যাটেলাইট সিস্টেম ও মিশন নিয়ন্ত্রণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে সহায়তা করবে।
নাহিদ-২ রাসায়নিক এবং গরম গ্যাস চালনা ব্যবস্থা, অ্যাট্টিচুড নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত প্রযুক্তি অথবা কক্ষপথে উপগ্রহের অভিযোজনের সুনির্দিষ্ট ব্যবস্থাপনার জন্য একটি পরীক্ষামূলক কেন্দ্র হিসেবেও কাজ করবে।
উপগ্রহটি টু-লাইন এলিমেন্ট (TLE) ডেটা ব্যবহার করে জিপিএস-মুক্ত রেডিও পজিশনিং পরিচালনা করবে, এটি একটি প্রমিত কক্ষপথ বিন্যাস যা মহাকাশে অটোনমাস লোকেশান ট্র্যাকিংয়ের সুবিধা দেয়।
এই কৃত্রিম উপগ্রহের সুবাদে ইসলামী ইরান মহাকাশ-ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অনেক দূর অগ্রসর হতে পারবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
নাহিদ বা শুক্র-২ রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সোয়ুজ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে গত ২৫ জুলাই শুক্রবার। এই উপগ্রহটির ওজন প্রায় ১১০ কেজি এবং এটি পৃথিবী থেকে প্রায় ৫০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়েছে। পার্সটুডে/