বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০২৫ 

news-image

ইরানের পরমাণু বিজ্ঞানীরা সারফেস ডাইলেক্ট্রিক ব্যারিয়ার ডিসচার্জ (SDBD) পদ্ধতি ব্যবহার করে প্লাজমা ডিভাইস তৈরিতে সফল হয়েছেন।

বর্তমান বিশ্বে, পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্যই একটি সক্ষম উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং চিকিৎসা, কৃষি, শিল্প এবং পরিবেশসহ বিভিন্ন বিজ্ঞানের অগ্রগতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের পরমাণু বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে এই শক্তির শান্তিপূর্ণ ব্যবহারেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের বিজ্ঞানীরা সম্প্রতি সারফেস ডাইলেক্ট্রিক ব্যারিয়ার ডিসচার্জ (SDBD) পদ্ধতি ব্যবহার করে একটি প্লাজমা ডিভাইস তৈরি করেছেন। এটি এমন একটি প্রযুক্তি যা বায়ুমণ্ডলীয় চাপে প্লাজমা তৈরি করে, সারফেস পরিবর্তন, জীবাণুমুক্তকরণ এবং চিকিৎসা শিল্পে ব্যাপক প্রয়োগ রয়েছে এই প্লাজমার।

প্লাজমা প্রক্রিয়াকরণের সময় এবং শক্তি খরচ কমাতে এ ধরনের একটি ব্যবস্থা খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে। এছাড়াও এই পদ্ধতির প্রক্রিয়াগুলো সহজেই নিয়ন্ত্রণযোগ্য এবং অন্যান্য নিম্ন-চাপের প্লাজমা উৎপাদন পদ্ধতির তুলনায় প্রক্রিয়াকরণ খরচ কম।

এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ঠান্ডা প্লাজমা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে চিকিৎসা, দন্তচিকিৎসা, পৃষ্ঠতল জীবাণুমুক্তকরণ, মুদ্রণ ও প্যাকেজিং শিল্প, শিল্প ওজোন উৎপাদন, বস্ত্র, খাদ্য শিল্প এবং কৃষি।

পার্সটুডে/