মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

দৈনিক বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০ 

news-image

ইরান শিগগিরই দিনে এক বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) গ্যাস উৎপাদন করতে সক্ষম হবে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ। সোমবার রাতে তিনি এই তথ্য জানান। সাউথ পারস অফশোর গ্যাসক্ষেত্রে চূড়ান্ত প্লাটফর্ম স্থাপনের কাজ সম্পন্ন হলে এই সক্ষমতা লাভ করবে দেশটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাঙ্গানেহ বলেন, সাউথ পারসে শেষ দুটি প্লাটফর্মের মধ্যে একটি আজ স্থাপন করা হয়। পরবর্তী প্লাটফর্মটি ২০ মার্চের আগে স্থাপন করা হবে।

তিনি বলেন, সাউথ পারসের ২৭ পর্বের সবগুলো প্লাটফর্মের কাজ সম্পন্ন হবে। এতে করে আমরা রোজ এক বিলিয়ন কিউবিক মিটারের অধিক গ্যাস উৎপাদন করতে সক্ষম হবো। সূত্র: ইরান ডেইলি।