বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয় ভ্যাকসিনের প্রতি উচ্চ আশা ৬০ ভাগ ইরানির

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২১ 

news-image

ইরানি বৈজ্ঞানী ও কোম্পানিগুলোর তৈরি করোনা ভাইরাস (কোভিড-০১৯) ভ্যাকসিনের প্রতি উচ্চ আশাবাদী হওয়ার কথা জানিয়েছেন দেশটির ৬০ ভাগ নাগরিক। সম্প্রতি ইরানিয়ান পোলিং সেন্টার পরিচালিত এক জরিপে এই চিত্র উঠে এসেছে।

করোনা ভ্যাকসিনের প্রতি ইরানিদের আস্থা বিষয়ে পরিচালিত সর্বশেষ এই জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ বলেছেন, ইরানি বিজ্ঞানী ও কোম্পানিগুলোর ভ্যাকসিন উৎপাদন নিয়ে তারা ব্যাপক আশাবাদি।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ বলেছেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত বিদেশি ভ্যাকসিন ব্যবহার করবেন। তবে জরিপ এও বলছে, যদি দেশীয় কোম্পানিগুলো ইরানি ভ্যাকসিন উৎপাদন করে তাহলে ৭২ দশমিক ২ শতাংশ মানুষ দেশীয় ভ্যাকসিন ব্যবহার করবেন। আর বিদেশি কোম্পানির উৎপাদিত ভ্যাকসিনের প্রতি আস্থা নেই ৪০ ভাগ মানুষের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।