শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয় তৈরি মাটি খোঁড়ার সরঞ্জাম উন্মোচন ইরানের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২০ 

news-image

দেশীয়ভাবে তৈরি মাটি খোঁড়ার সরঞ্জাম ‘ফাথ ৭২ ড্রিলিং রিগ’ এর উন্মোচন করলো ইরান। অ্যাকাডেমিক সেন্টার ফর এডুকেশন, কালচার অ্যান্ড রিসার্চ (এসিইসিআর) সরঞ্জামটি নির্মাণ করেছে। ড্রিলিং রিগটির উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী বিজান জাঙ্গিনেহ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ইরানের তৈরি কাঠামোটির উম্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিইসিআর এর প্রেসিডেন্ট হামিদ রেজা তাইয়েবি, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির (এনআইওসি) সিইও মাসুদ কারবাসিয়ান ও ন্যাশনাল ইরানিয়ান ড্রিলিং কোম্পানির (এনআইডিসি) সিইও আবদুল্লাহ মুদাভি। বার্তা সংস্থা শানা এই খবর দিয়েছে।

সরঞ্জামটি সম্পূর্ণভাবে ইরানি বিশেষজ্ঞরা নির্মাণ করেছেন। আশা করা হচ্ছে, দেশটির যেসব অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে এটি ব্যবহার করা হবে। সরঞ্জামটি নির্মাণে এসিইসিআর ৩৩ মিলিয়ন ইউরোর তিনটি চুক্তি সই করেছে। এর মধ্যে দুটি রিগ এ পর্যন্ত এনআইওসি এর কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী বছর তৃতীয়টি সরবরাহ করা হবে। ‘ফাথ ৭২’ ড্রিলিং সরঞ্জাম দিয়ে ২০ হাজার ফুট গভীরে খনন কাজ করা যাবে এবং এটি দশ লক্ষাধিক পাউন্ডের চাপ সহ্য করতে পারবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।