মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয়ভাবে নয় মাসে স্যাটেলাইট তৈরিতে সক্ষম ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২০ 

news-image

ইরানের দেশীয়ভাবে নয় মাসে স্যাটেলাইট তৈরি করার মতো জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন ইরান মহাকাশ সংস্থা আইএসএ এর প্রধান মোরতেজা বারারি। শনিবার তিনি এই তথ্য জানান।

আগামী কিছু দিনের মধ্যে কক্ষপথে জাফর স্যাটেলাইট পাঠানো হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ইরানি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পাঁচটি টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এ পর্যন্ত যা সফল হয়েছে।

বারারির তথ্যমতে, ইরান দেশীয়ভাবে ৯ মাসে স্যাটেলাইট তৈরির সক্ষমতা লাভ করেছে। জাফর ৯০ কেজি ওজনের রিমোট-সেন্সিং স্যাটেলাইট। এটি সুসজ্জিত করা হয়েছে রঙিন ক্যামেরা দিয়ে। স্যাটেলাইটটি তেল মজুদ, খনি, জঙ্গল ও প্রাকৃতিক দুর্যোগ পরিমাপের জন্য ব্যবহার করা যাবে। উৎক্ষেপণ সফল হলে এটি পৃথিবী থেকে ৫৩০ কিলোমিটার উচ্চতায় পরিভ্রমণ করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।