মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুই বছর পর ইরান ভ্রমণে জাপানি পর্যটকরা

পোস্ট হয়েছে: মে ১৭, ২০২২ 

news-image

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি দুই বছরের জন্য থমকে দেয় সমগ্র পর্যটন খাতকে। অবশেষে সেই মন্দা কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরছে খাতটি। স্বাভাবিক গতি ফিরতেই ইরানে ঘুরতে এসেছেন জাপানি পর্যটকদের একটি দল।

অ্যাসোসিয়েশন অব এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি অব ইরান (এএটিটিএআই) এর কোরিয়া ও জাপান বিষয়ক ইনকামিং ট্যুর কনসোর্টিয়ামের সেক্রেটারি সাইয়্যেদ আব্বাস-আলি ইমামিহ এই তথ্য জানান।

তিনি জানান, ইরানি ক্যালেন্ডার মাস আবানে (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর) জাপানি পর্যটকরা ব্যবসায়িক সফরে অথবা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে ইরান ভ্রমণে এসেছেন। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছরের বিরতির পরে জাপান থেকে গ্রুপ ট্যুরগুলো আবারও শুরু হয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।