মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দীর্ঘতম দূরত্বে বল ছুড়ে ইরানি গোলরক্ষকের গিনেস বুকে রেকর্ড

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২১ 

news-image

ইরানের আন্তর্জাতিক গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ “বিশ্বের দীর্ঘতম নিক্ষেপ” এর জন্য গিনেস বুকে রেকর্ড গড়লেন। দীর্ঘতম দূরত্বে বল ছোড়ার দারুণ সাফল্যের জন্য গত বৃহস্পতিবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তিনি প্রবেশ করেন।২৯ বছর বয়সী এই গোলরক্ষক  ২০১৬ সালের ১১ অক্টোবর আজাদি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচে রেকর্ডটি তৈরি করেছিলেন।কার্লোস কুইরোজের নেতৃত্বে ইরান ২০১৮ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বেইরানভান্দ এই ম্যাচে ৬১ মিটার ২৬ মিলিমিটার দূরত্বে বল ছুড়ে দেন।বর্তমানে তিনি বেলজিয়ান ক্লাব রয়্যাল এন্টওয়ার্পের কাছ থেকে ভাড়ায় পর্তুগিজ ক্লাব বোভিস্তাতে খেলছেন। সূত্র: তেহরান টাইমস।