শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দিল্লি আন্তর্জাতিক উৎসবে ইরানের দুই ছবি

পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২১ 

news-image

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ইরানি ছবি ‘শাহরে কেসসেহ সিনেমা’ ও ‘দ্যাট নাইটস ট্রেইন’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের নবম আসর নয়া দিল্লির জানপাথের আম্বেদকার ইন্টারন্যাশনাল সেন্টারে ২৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই।

কেইভান আলিমোহাম্মাদি ও আলিয়াকবার হেইদারির লিখিত ও পরিচালিত ‘শাহরে কেসসেহ সিনেমা’য় দাভিদ চরিত্রের এক চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি চলচ্চিত্র বানাতে ভালোবাসেন। তিনি একজন মেয়ের প্রেমে পড়েন। যার বাবা আবার সিনেমার ঘোর বিরোধী।

‘দ্যাট নাইটস ট্রেন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা হামিদরেজা কোতবি। একজন লেখক ও শিক্ষককে নিয়ে ছবিটি বানানো হয়েছে। তিনি একটা ইয়াতিম শিশুর কাহিনি শিক্ষার্থীদের সামনে শোনান। প্রতিটি শিক্ষার্থী গল্পটি শোনার সময় নিজেদের কল্পনার জগতে নিয়ে যায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।