বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরান-হামেদান রেলপথ চালু

পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭ 

news-image
ইরানের রাজধানী তেহরানের সঙ্গে দেশটির হামেদান প্রদেশের সঙ্গে ২৬৭ কিলোমিটার রেলপথ চালু হয়েছে। সোমবার প্রেসিডেন্ট হাসান রুহানি এ রেলপথ উদ্বোধন করেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ২৬০ মিলিয়ন ডলার। ২০০১ সালে এ রেলপথ নির্মাণ শুরু হয়। এ রেলপথ শুধু পর্যটকদের আকর্ষণ করবে নাযোগাযোগ ব্যয়দুর্ঘটনা রোধ ও বায়ু দূষণের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।
ইরানের সড়ক ও শহর উন্নয়ন উপমন্ত্রী  খায়েরোল্লাহ খাদেমি এর আগে বলেছিলেনএ বছরের মধ্যে ৮৩৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে তেহরানের সঙ্গে আরো চারটি প্রদেশের রাজধানী রেলপথ দিয়ে সংযুক্ত করা হবে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।