তেহরান-হামেদান রেলপথ চালু
পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭

ইরানের রাজধানী তেহরানের সঙ্গে দেশটির হামেদান প্রদেশের সঙ্গে ২৬৭ কিলোমিটার রেলপথ চালু হয়েছে। সোমবার প্রেসিডেন্ট হাসান রুহানি এ রেলপথ উদ্বোধন করেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ২৬০ মিলিয়ন ডলার। ২০০১ সালে এ রেলপথ নির্মাণ শুরু হয়। এ রেলপথ শুধু পর্যটকদের আকর্ষণ করবে না, যোগাযোগ ব্যয়, দুর্ঘটনা রোধ ও বায়ু দূষণের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।
ইরানের সড়ক ও শহর উন্নয়ন উপমন্ত্রী খায়েরোল্লাহ খাদেমি এর আগে বলেছিলেন, এ বছরের মধ্যে ৮৩৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে তেহরানের সঙ্গে আরো চারটি প্রদেশের রাজধানী রেলপথ দিয়ে সংযুক্ত করা হবে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।