মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরান-মস্কো সহযোগিতা অব্যাহত; নিষেধাজ্ঞা যৌথ প্রকল্প উন্নয়নে বাধা নয়: রাশিয়ার রাষ্ট্রদূত

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২৫ 

news-image

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও, সমস্ত যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য তার দেশ ইরানের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।

ইরানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদভ মস্কো-ভিত্তিক ইজভেস্তিয়া সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া ও ইরান জ্বালানি, পরিবহন এবং পারমাণবিক ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধি করবে।

পার্সটুডে আরও জানায়, দেদভ বলেছেন: উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক পরিবহন করিডোরের উন্নয়ন এবং ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার কোম্পানিগুলোর অংশগ্রহণসহ দ্বিপক্ষীয় সকল প্রকল্প এখনও চলমান রয়েছে।

রুশ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, মস্কো এবং তেহরান নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ পুনরায় শুরু করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তাদের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

তিনি আরও বলেন: “বিদ্যমান সকল যৌথ প্রকল্প, বিশেষ করে পারমাণবিক, জ্বালানি এবং পরিবহন ক্ষেত্রে, বাস্তবায়নের কাজ সক্রিয়ভাবে চলছে। আমি নিশ্চিত যে আমরা এই অংশীদারিত্ব কাঠামোর মধ্যে আমাদের ইরানি বন্ধুদের সাথে সহযোগিতা অব্যাহত রাখব।”

রাশিয়ার এই কূটনীতিক আরও বলেন: ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা (JCPOA) অনুমোদনকারী ২২৩১ নম্বর রেজোলিউশনের মেয়াদ দশ বছর শেষ হওয়ার অর্থ হল এতে থাকা সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া। তিনি আরও বলেন: “আমরা ইরানের বিরুদ্ধে পুরাতন নিষেধাজ্ঞা পুনর্জাগরণের রেজোলিউশন সম্পর্কে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকে অবিশ্বাস্য বলে মনে করি।#

পার্সটুডে