মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে প্রতিষ্ঠিত হচ্ছে শিশু জাদুঘর

পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০২০ 

news-image

ইরানের রাজধানী তেহরানে নির্মিত হচ্ছে একটি শিশু জাদুঘর। তেহরান সিটি কাউন্সিলের সদস্যরা রোববার এই জাদুঘর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।

কাউন্সিলের সদস্য নাহিদ খোদাকারামি বলেন, বিগত চল্লিশ বছরে তেহরানে শিশু-কিশোরদের জন্য উল্লেখযোগ্য কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি এবং শহরের জনসমাগম স্থানগুলোতে শিশুদের জন্য খুব কমই ব্যক্তিগত স্থান রয়েছে।

তিনি বলেন, শিশু জাদুঘর প্রতিষ্ঠা তেহরানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে পারে। তেহরানের শিশুরা তাদের কল্পনা এবং মানসিক ক্ষমতা অনুসারে একটি পরিবেশ পেয়ে ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত হতে পারে। সূত্র: তেহরান টাইমস।