শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে ক্যালিগ্রাফি জাদুঘরের উদ্বোধন

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ক্যালিগ্রাফি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। গত ১৯ আগস্ট রাজধানীর শারিয়াতি স্ট্রিটের একটি ঐতিহাসিক ভবনে জাদুঘরটি স্থাপন করা হয়েছে।তেহরান বিউটিফিকেশন অর্গানাইজেশন টিবিও দুই বছর আগে জাদুঘরটি নির্মাণের কাজ শুরু করে। এটি তেহরান পৌরসভার অধিভুক্ত প্রতিষ্ঠান।

শহরের ঐতিহাসিক পরিচিতি ধরে রাখতে স্থাপত্য ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ওই ঐতিহাসিক ভবনটি কিনে নিয়ে নান্দনিক ক্যালিগ্রাফি জাদুঘর গড়ে তুলেছে  টিবিও।

ক্যালিগ্রাফি জাদুঘরের ভবনটি ১৯৫০ সালে নির্মাণ করা হয়। বর্তমানে সংস্কার করে এটিকে একটি স্থায়ী জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সুন্দর সুন্দর ক্যালিগ্র্রাফি কর্ম প্রদর্শন করা হবে।

জাদুঘরটির সংগ্রহশালার মধ্যে রয়েছে কাগজ, পার্চমেন্ট, টাইল, মৃৎশিল্প, রিং, সিলমোহর এবং খোদাই করা ছবি সহ মূল্যবান ক্যালিগ্রাফি কর্ম। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।