মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেলমন্ত্রী: ইরানের তেল বিক্রি আগের মতোই চলছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২৫ 

news-image

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, দেশটির তেল রপ্তানি আগের মতোই অব্যাহত রয়েছে। ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালুর আগে যেভাবে ইরানি তেল রপ্তানি হতো এখন ঠিক সেভাবেই রপ্তানি হচ্ছে।

তিনি জানান, তেল বিক্রির পরিমাণে যেকোনো ওঠানামা বাজারের গতিশীলতা, মূল্যসূচকের পরিবর্তন এবং আন্তর্জাতিক পরিস্থিতির ফল। কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে যা একটি অবৈধ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার পর ইউরোপীয়রা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো ফিরে এসেছে।

ইরান প্রথম থেকে বলে এসেছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার ইউরোপীয় পদক্ষেপ আইনি ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ।#

পার্সটুডে