শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তুরস্কে সাইকেল ভ্রমণে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০১৮ 

news-image

তুরস্কে সাইকেল ভ্রমণের প্রথম রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করেছ ইরানি সাইক্লিস্টরা। গত ১৮ই জুন সোমবার এই সাইকেল ভ্রমণের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।

২০১৮ এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রস্তুত করতে তুর্কি এই টুর্নামেন্টে অংশ নেয়ে ইরানের জাতীয় সাইক্লিস্ট দল। এশিয়ান গেমস ইন্দোনেশিয়ায় ১৮ আগস্ট শুরু হয়ে শেষ হবে  ২ সেপ্টেম্বর।

সোমবার তুর্কি সাইক্লিং টুর্নামেন্টের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ইরানের বেহনাম আরিয়ান ৯ম স্থান দখল করে। অন্যদিকে সায়েদ সফারদা, মোহাম্মদ গ্যাংখাঁল, মোহাম্মদ রাজাবাল যথাক্রমে ১০ম, ১১তম ও ১২তম স্থান দখল করেছে।

এছাড়া ইরানের মেহদি সোহরাবি ও মির সামাদপুর সাইয়েদি ১৬তম ও ২৪তম হয়েছে।

প্রথম রাউন্ডের সাইক্লিং টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছে তুরস্ক ও সুইজারল্যান্ড। দ্বিতীয় রাউন্ড আঙ্কারায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।