বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

তুরস্কে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানি কার্টুনিস্টের সাফল্য

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২২ 

news-image

ইরানের কার্টুনিস্ট মোহাম্মদ হোসেইন আকবরি তুরস্কে অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন। ‘ইকোলজিক্যাল লাইনস’ থিম নিয়ে প্রথম এই আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বুয়ুকসেকমেস পৌরসভা আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রথম পুরস্কার জিতে নেন ইরানি কার্টুনিস্ট আকবরি।প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রদর্শনী ৫ জুন বুয়ুকসেকমেস পৌরসভা ভবনের দুমলুপনার হলে স্থানীয় সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।