ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৫

বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর একটি ধারাবাহিক বক্তব্যের সংকলন ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং মাসুমেহ আবাদের বন্দি জীবনের স্মৃতিকথা ‘আমি বেঁচে আছি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশন ইউনিভার্সিটির ফেকাল্টি মেম্বার প্রফেসর ড. সাইয়্যেদ মাহদী মুসাভী এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ শীর্ষক বইয়ের অনুবাদক ড. মুহাম্মদ ঈসা শাহেদী এবং ‘আমি বেঁচে আছি’ বইয়ের অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সলের সাইয়্যদে রেযা মীরমোহাম্মাদী।
ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা বইটি সম্পর্কে আলোচকরা বলেন, ইসলামী চিন্তাধারার সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী বই। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য উপযোগী। কেননা, এতে উপস্থাপিত বিষয়াদির ধরন ও সূক্ষ্ম তত্ত্বগুলো এতই যুক্তিপূর্ণ ও গোঁড়ামিমুক্ত যে, যে কোনো সুস্থ চিন্তার মানুষ তাকে পছন্দ করবে।
অন্যদিকে ‘আমি বেঁচে আছি’ বইটি সম্পর্কে আলোচকগণ বলেন, স্মৃতিচারণমূলক এ বইয়ের মাধ্যমে পাঠকগণ একজন বন্দি ইরানি নারীর মাধ্যমে ইরানি জাতির উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। বিশ্বের সকল অপশক্তির বিরুদ্ধে ইরানি জাতির অদম্য প্রতিরোধ সম্পর্কে অবহিত হতে পারবেন।